author: James Rollins
2012-01-01
William Morrow & Company
Bloodline: A Sigma Force Novel
Store finder
গ্যালিলি, ১০২৫, প্রাচীন এক ক্যাথেড্রালে টেম্পলার নাইটদের একজন খুঁজে পেল হাজার বছর ধরে লুকিয়ে রাখা এক নিদর্শন। যেন তেন নয় তা— বাকাল ইশু, যীশু খ্রিষ্টের লাঠি। যার কাছে পাওয়া গেল, তিনিও যেন-তেন কেউ নন। তার দাবী শত শত বছর ধরে পৃথিবীর বুকে হাঁটছেন তিনি।
সময়কে এক হাজার বছর সামনে নিয়ে আসি। হর্ন অফ আফ্রিকার উপকূলে সোমালি জলদস্যুরা হাইজ্যাক করল এক ইয়ট, সেই সাথে অপহরণ করল এক গর্ভবতী আমেরিকান মেয়েকে। কমান্ডার গ্রে পিয়ার্সকে মা হারাবার শোক ভুলে নামতে হল কাজে। কেননা এই মেয়েটি কোনও সাধারণ মেয়ে নয়।
সে যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে!
সময়ের বিরুদ্ধে লড়তে থাকা গ্রে'র দলের সাথে যোগ দিল আরও দুজন যোদ্ধা: প্রাক্তন আর্মি রেঞ্জার টাকার ওয়েন আর তার সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, কেইন।
খোদ আমেরিকার ক্যারোলাইনাতে বোমা বিস্ফোরিত হল এক ফার্টিলিটি ক্লিনিকে। সর্ষের ভেতর থেকে উকি দিল ভূত। জানা গেল, আমাদের জেনেটিক কোড অদল-বদলের চেষ্টায় মত্ত এক গুপ্ত সংঘ।
মনুষ্যত্বকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দিল সেই সংঘ: অমর হতে চাও? বাঁচতে চাও চিরদিন?
গ্যালিলি, ১০২৫, প্রাচীন এক ক্যাথেড্রালে টেম্পলার নাইটদের একজন খুঁজে পেল হাজার বছর ধরে লুকিয়ে রাখা এক নিদর্শন। যেন তেন নয় তা— বাকাল ইশু, যীশু খ্রিষ্টের লাঠি। যার কাছে পাওয়া গেল, তিনিও যেন-তেন কেউ নন। তার দাবী শত শত বছর ধরে পৃথিবীর বুকে হাঁটছেন তিনি।
সময়কে এক হাজার বছর সামনে নিয়ে আসি। হর্ন অফ আফ্রিকার উপকূলে সোমালি জলদস্যুরা হাইজ্যাক করল এক ইয়ট, সেই সাথে অপহরণ করল এক গর্ভবতী আমেরিকান মেয়েকে। কমান্ডার গ্রে পিয়ার্সকে মা হারাবার শোক ভুলে নামতে হল কাজে। কেননা এই মেয়েটি কোনও সাধারণ মেয়ে নয়।
সে যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে!
সময়ের বিরুদ্ধে লড়তে থাকা গ্রে'র দলের সাথে যোগ দিল আরও দুজন যোদ্ধা: প্রাক্তন আর্মি রেঞ্জার টাকার ওয়েন আর তার সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, কেইন।
খোদ আমেরিকার ক্যারোলাইনাতে বোমা বিস্ফোরিত হল এক ফার্টিলিটি ক্লিনিকে। সর্ষের ভেতর থেকে উকি দিল ভূত। জানা গেল, আমাদের জেনেটিক কোড অদল-বদলের চেষ্টায় মত্ত এক গুপ্ত সংঘ।
মনুষ্যত্বকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দিল সেই সংঘ: অমর হতে চাও? বাঁচতে চাও চিরদিন?